একাত্তর টিভির বি’রু’দ্ধে দেয়া নুরের বক্তব্য প্র’ত্যাহা’রের আহ্বান

একাত্তর টেলিভিশনের বি’রু’দ্ধে দেয়া নুরের বক্ত’ব্য প্রত্যাহারের আহবান জা’নিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে)। বুধবার (১৪ অক্টোবর) সংগঠনটির নে’তারা বলেন,

প্রকা’শ্যে ক্ষ’মা না চাইলে, নুরকে গণমাধ্যমের শ’ত্রু হিসেবে চি’হ্নিত ক’রা হবে। বুধবার (১৪ অক্টোবর) এক বি’বৃতি’তে ডিউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, কোনও টেলিভিশনের টকশো নুর প্র’ত্যাখ্যা’ন ক’রতেই পারেন।

তবে সেই টেলিভিশনকে ব’য়ক’ট ক’রতে সামাজিক মাধ্যমে যেভাবে নোংরা তৎপ’রতা চালিয়েছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার ক’রেও তিনি গর্হিত অ’পরা’ধ ক’রেছেন। এই ঘ’টনায় স্বা’ধী’ন গণমাধ্যমের জন্য নুর হু”ম’কি হিসেবে চি’হ্নিত হচ্ছেন বলে দা’বি ক’রেন নে’তারা।

আরোও পড়ুনঃ জীবনে কোটি টাকার মালিক হতে চাইলে এই চার ব্যবসার কোন বিকল্প নেই
বিলিয়নেয়ার বা শতকোটি ডলারের মালিক হওয়া মোটেই সহজ কাজ নয়। কারো কারো কাছে এটি ধ’রা দেয় অল্প বয়সেই। অনেকে আবার সারাজীবন ক’ঠোর পরিশ্রম ক’রেও বিলিয়নেয়ার হওয়া তো দূ’রের কথা উল্টো ঋণে জর্জরিত হয়ে জীবন কাটায়।

বিশ্লেষক’রা বলছেন, কয়েকটি ব্যবসায় আপনি যদি সঠিকভাবে কাজ ক’রতে পারেন তাহলে আপনার বিলিয়নেয়ার হওয়ার জো’র’ালো সম্ভাবনা রয়েছে। এ ব্যবসাগুলোর কথাই তুলে ধ’রা হলো এ লেখ ৪. তথ্য–প্রযু’ক্তি: ফেসবুকের প্রতিষ্ঠাতা মা’র্ক জাকারবার্গ যেমন তথ্য-প্রযু’ক্তি ব্যবসায় নেমে ৩০ বছরের আগেই যথেষ্ট ধন-সম্পদ কামিয়েছেন,

তেমন বিল গেটসও এই ব্যবসাতেই দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন। তারা যে সময়ে এ সম্পদ কামিয়েছেন, তা এখনও শেষ হয়ে যায়নি। এখনও প্রতিবছর তথ্য-প্রযু’ক্তির ব্যবসা ক’রে বহু মানুষ বিলিয়নেয়ার হয়ে উঠছেন। ফোর্বস ম্যাগাজিন জা’নিয়েছে, ২০১৭ সালে তথ্য-প্রযু’ক্তি ব্যবসায় ১৮৩ জন বিলিয়নেয়ার হয়েছেন, যা গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি।

৩. গৃহায়ন ব্যবসা: রিয়েল এস্টেট ব্যবসা অতীতে যেমন রমরমা ছিল এখনও তা রয়েছে। তবে আপনাকে এ ব্যবসায় সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ ক’রতে হবে। সাধারণত পারিবারিক ঐতিহ্য রয়েছে এমন ব্য’ক্তিরা এ ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান।

মা’র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যবসার সফল ব্য’ক্তিদের একটি উদাহরণ। ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ৩.১ বিলিয়ন ডলার। চীন ও হং কংয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ীরাও বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের অন্যতম। বিশ্বে গৃহায়ণ ব্যবসা ক’রে বিলিয়নেয়ার হয়েছেন এমন ব্য’ক্তির সংখ্যা দুই শতাধিক।

২. ফ্যাশন ও খুচরা পণ্য: এ ব্যবসাকে অনেকেই তাদের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যবহার ক’রেছেন। বিশ্বের ২৩৭ জন বিলিয়নেয়ার ফ্যাশন ও খুচরা পণ্যের ব্যবসায় বিলিয়নেয়ার হয়েছেন। বিশ্বের বড় বড় ব্র্যান্ড তারা নিজ উদ্যো’গে প্রতিষ্ঠিত ক’রেছেন।

১. ফাইন্যান্স ও বিনিয়োগ: ফোর্বস বিশ্বের যত বিলিয়নেয়ারের তালিকা ক’রেছে তাদের মধ্যে ৩০০ জনই ফ্যাইন্যান্স ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবসা ক’রে সাফল্য পেয়েছেন। বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রবাদপুরুষ ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ ৭৮.১ বিলিয়ন ডলার।

তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্য’ক্তি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁ’কিপূর্ণ। কিন্তু সঠিকভাবে বিনিয়োগ ক’রা সম্ভব হলে এখান থেকেই ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ তুলে নেওয়া সম্ভব, যা প্রমাণ ক’রেছেন বিনিয়োগকারীরা। এ কারণে এটি বিলিয়নেয়ার হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র।