বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

bd navy job 2021

বাংলাদেশ নৌবাহিনী ২০২২ – অফিসার ক্যাডেট ব্যাচ ( ১ম গ্রুপ ) । জাহাজের ক্যাপ্টেন , এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডো ও সাবমেরিনার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নেভী। BD Navy job  এর জন্য কী কী প্রয়োজন, এবং কিভাবে নেভি জবে আবেদন করতে হবে, তা নিচে দেওয়া হলো।

**শিক্ষাগত যোগ্যতা ( ন্যূনতম )**

  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ( বিজ্ঞান বিভাগে ) / সমমান পরিক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং উভয় পরিক্ষায় গনিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে ।
  • অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ‘ও’ লেভেলে ছয়টি টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি তে A গ্রেড ও  দুইটিতে  B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম ২ টি বিষয়ে B পেয়ে উত্তীর্ণ ( উভয় পরিক্ষায় পদার্থ বিজ্ঞান ও গনিত সহ ) ।
  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ( বিজ্ঞান বিভাগে ) / সমমান পরিক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ । উভয় পরিক্ষায় গনিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ ৪.০০ প্রাপ্ত হতে হবে।
  • বৈবাহিক অবস্থা : অবিবাহিত/অবিবাহিতা হতে হবে।
  • জাতীয়তা : বাংলাদেশী পুরুষ ও মহিলা।

অযোগ্যতা, নিম্নোক্ত বিষয় পাওয়া গেলে প্রার্থী অন্য যোগ্যতা থাকার পরও অযোগ্য বলে বিবেচিত হবে।

  1. সেনা , নৌ ও বিমান বাহিনী অথবা যে কোন সরকারি চাকুরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে ।
  2. আই এস এসবি কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত হলে ।
  3. সেনা , নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে ।
  4. যে কোন বিচারালয় হতে দন্ডপ্রাপ্ত হলে ।
  5. অসম্পূর্ণ , ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে ।

প্রার্থীর বয়সঃ

০১ জানুয়ারি ২০২২ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর ) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 

প্রার্থীর শারীরিক মান (ন্যুনতম)

পুরুষদের জন্য:

ক । উচ্চতা : ১৬২ .৫ সেঃ মিঃ ( ৫ ফুট ৪ ইঞ্চি )

খ । ওজন : ৫০ কেজি

গ । বুকের মাপ : স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ ( ৩০ ইঞ্চি ) , সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ ( ৩২ ইঞ্চি ) ।

মহিলাদের জন্য :

ক । উচ্চতা : ১৫৭ .৪৮ সেঃ মিঃ ( ৫ ফুট ২ ইঞ্চি )

খ । ওজন : ৪৭ কেজি

গ । বুকের মাপ : স্বাভাবিক ৭১ সেঃ মিঃ ( ২৮ ইঞ্চি ) , সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ ( ৩০ ইঞ্চি ) ।

*(উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে )

 

বেতন ভাতা

বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট গণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন । পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন ।

আবেদন ফি : ৭০০ টাকা ।

আবেদন শেষ : ২০ মে ২০২১ তারিখ ।

About Mohammad Ador

I'm Ador from Bangladesh, I'm a passionate blogger with 8 years of blogging experience, I love to write a blog on recent things that happen around me. Please comment your opinion on the comment section about my blog. Thank you

View all posts by Mohammad Ador →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *