বিয়ে নিয়ে উক্তি,ক্যাপশন,স্ট্যাটাস,ছন্দ-২০২৩

বিয়ে নিয়ে উক্তি

বিয়ে নিয়ে উক্তি:দাম্পত্য জীবনে অনেকেই সুখী হয় আবার অনেকেই সুখী হয় না সুখী হলে তার কোন অন্ত থাকে না কিন্তু দুঃখী হলে দুঃখের শেষ থাকে না ঝামেলা বেধেই থাকে। একজন স্বামী এবং স্ত্রীর মধ্য দন্দ থাকলে সংসার জীবনে সে সুখী হতে পারবে না। সংসারে সুখী হতে হলে অবশ্যই সামি স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো থাকতে হবে।

 

সংসার এমন এক জিনিস যা একজন পুরুষ দিয়ে হয় না আবার শুধু একজন নারী দিয়েউ সংসার হয় না। আপনারা যারা দাম্পত্য জীবন নিয়ে উক্তি, বানী, স্ট্যাটাস, ছন্দ এবং ক্যাপশন খুঁজছেন আমাদের আজকের পোস্টে দাম্পত্য জীবন নিয়ে আলচনা করা হোল।

 

বিবাহ নর নারীর জীবনে বয়ে আনে পূর্ণতার বার্তা। বিয়ের মাধ্যমেই নর নারীর যৌথ জীবনের সমাজ স্বীকৃত যাত্রার শুরু হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় বিয়ের গুরুত্ব দুই এক কথায় বলে শেষ করার মতো নয়। বিয়ে নর নারীর জীবনে মানসিক এবং শারীরিক চাহিদা মেটানোর পাশাপাশি বংশের ধারা অব্যাহত রাখার অপরিহার‌্য সামাজিক হাতিয়ার।

 

বিয়ের মাধ্যমে নর নারী সংসার গঠন করে একে অপরের দায়িত্ব গ্রহন করে থাকে। একটি বিয়ে যেমন দুটি নর নারীকে দিতে পারে সুখী দাম্পত্য জীবনের স্বাদ আবার বিপরীত ভাবে দুটি জীবনকে পরিনত করে তুলতে পারে জ্বালাময় নরকে। শুধু দম্পতির মধ্যেই না দুটি পরিবারের উপরেও বিয়ের প্রভাবে বিভিন্ন ক্রিয়-প্রতিক্রিয়া লক্ষ করা যায়। তাই বিয়ের ক্ষেত্রে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বিয়ে কে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন

 

 

বিয়ে নিয়ে উক্তি,ক্যাপশন,স্ট্যাটাস,ছন্দ

 

 

দাম্পত্য জীবন হোল একটি সামাজিক বন্ধন যা একে অপরের সম্মতিতে হয়ে থাকে। অনেকেই দাম্পত্য জীবন নিয়ে অনেক খুশি আবার অনেকেই আছেন যারা দাম্পত্য জীবন কে একটি জেলের কয়েদি দের মতো করে রাখে। অনেকেই আছে সুখে দুখে নিজের মনের ভাব প্রকাশ করতে দাম্পত্য জীবন নিয়ে কিছু উক্তি খুঁজে থাকে আমাদের এই পর্যায়ে কিছু নতুন উক্তি পোস্ট করা হোল।

 

 

একটি ভাল বিবাহের চেয়ে প্রেমময়, বন্ধুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর সম্পর্ক, কথোপকথন বা সঙ্গ নেই।

-মার্টিন লুথার।

 

০২। বিয়ে হচ্ছে নিজের অধিকার আরেকজনের উপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল।

-রেদোয়ান মাসুদ

 

০৩। বিবাহ হচ্ছে প্রত্যাশার মৃত্যু ।

-উডি এলেন।

 

০৪। দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই ।

-ইবনে মাজাহ।

 

০৫। ভালোবাসের কমতি নয় বরং বন্ধুত্বের কমতির কারণেই বিয়েতে ভাঙন ধরে থাকে।

-ফ্রেডরিক নিয়েরজকি।

 

০৬। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা ।

-শুপেনহাওয়ার।

 

০৭। বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম। যখন সেখানে নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না।

-রেদোয়ান মাসুদ

 

০৮। রোম্যান্সের বিশেষজ্ঞরা বলেছিলেন সুখী বিবাহের জন্য অনুরাগী প্রেমের চেয়ে বেশি কিছু থাকতে হবে। স্থায়ী ইউনিয়নের জন্য তারা জোর দিয়ে বলেন, একে অপরের জন্য খাঁটি পছন্দ থাকতে হবে। যা আমার বইয়ে বন্ধুত্বের জন্য একটি ভাল সংজ্ঞা।

-মেরিলিন মনরো।

 

০৯। বিবাহ বিশেষণ নয়; এটি একটি ক্রিয়াপদ এটি আপনি পান এমন কিছু নয়। এটি আপনি কিছু করেন। আপনি নিজের সঙ্গীকে প্রতিদিন এভাবেই ভালোবাসেন।

-বারবারা দে অ্যাঞ্জেলিস।

 

১০। এই বিবাহ হাসিতে পূর্ণ হোক, স্বর্গে আমাদের প্রতিদিন হোক।

-রুমি।

 

পুরুষ ও স্ত্রীর মতো আরামদায়ক সমন্বয় আর নেই ।
– মেনানডার

 

একটি সফল বিবাহের জন্য সবসময় একই ব্যক্তির সাথে প্রেমে পড়া প্রয়োজন।”
– ম্যাগনন ম্যাকলফলিন

 

নিখুঁত দম্পতি” যখন একসাথে আসে তখন দুর্দান্ত বিয়ে হয় না। সেই সময়ই একজন অসম্পূর্ণ দম্পতি তাদের পার্থক্য উপভোগ করতে শেখে। ”
– ডেভ ম্যুরার

 

একটি ভাল বিবাহ হ’ল যা ব্যক্তি এবং যেভাবে তারা তাদের ভালবাসা প্রকাশের পরিবর্তন ও বিকাশের অনুমতি দেয়।”
– পার্ল এস বাক

 

বিবাহ বয়স সম্পর্কে নয়; এটি সঠিক ব্যক্তির সন্ধানের বিষয়ে।
– সোফিয়া বুশ

 

প্রেম দুর্বলতা নয়। এটা শক্তিশালী। এটি কেবল বিবাহের সংস্কৃতিতে থাকতে পারে। ”
– বরিস পাস্টারনাক

 

এটি প্রেমের অভাব নয়, বরং বন্ধুত্বের অভাব যা বিবাহিত করে না ”
– ফ্রিডরিচ নিটশে

 

বিবাহ যেমন পুরুষের মতো মহিলাদেরও অবশ্যই বিলাসিতা হতে হবে, প্রয়োজন নয়; জীবনের ঘটনা, সব কিছুই না। ”
– সুসান বি অ্যান্টনি

 

ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশী জ্যান্ত ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিয়ে হচ্ছে একমাত্র বন যেখানে সুন্দরী হরিণী হিংস্র বাঘ শিকার করে ।
— সংগৃহীত

 

লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

 

বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়।
— স্যামুয়েল জনসন

 

বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

 

মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে । সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয় ।
— রবীন্দ্রনাথ ঠাকুর

 

ভালোবাসার মায়া শুধুমাত্র বিয়ের মাধ্যমেই কাটানো সম্ভব।
— এম্রোস ডিয়েরসে

 

বিয়ে হলো একটা চমৎকার প্রতিষ্ঠান কিছু শেখার জন্য।
— মে ওয়েস্ট

 

Arrange marriage – জেনেশুনে বিষের বোতলে চুমুক দেয়া।
Love marriage – সেবনের পূর্বে উক্ত বোতলটি ভালোকরে ঝাকিয়ে নিয়ে পান করা 🤣
— সংগৃহীত

 

বিবাহ স্বর্গ নরক কোনটাই নয়, এটি কেবল শোধনের ব্যবস্থা ।
— আব্রাহাম লিংকন

 

বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটি জীবিকা । সম্ভবত এক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও যৌনকর্মের পরিমান পতিতাবৃত্তির চেয়ে বেশী ।
— বারট্রান্ড রাসেল

 

সর্বশেষ
আশা করছি আমার এই পোস্টটি আপনাদের সবার ভালো লাগছে আমি আমার এই পোষ্টটি থেকে আপনাদের ভালো লাগাতে চেষ্টা করেছি। আমি আবার নতুন কোন পোস্ট নিয়ে নতুন কোন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *