দেশজুড়ে

নবম শ্রেণির ছা’ত্রীর স’ঙ্গে দশম শ্রেণির ছা’ত্রের প্রেম পরে বি’য়ে অতঃপর বা’সর ঘরে..

টা’ঙ্গাইলের সখীপুর উপজে’লায় পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজমা আক্তার লিজার স’’ঙ্গে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়ার (১৬) বিয়ে সম্পন্ন হয়েছে।

স’ম্প্রতি উপজে’লার কাকড়জান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড চকপাড়া গ্রামে এ বাল্যবিয়ে সম্পন্ন হয়। বিয়ের রেজিস্ট্রি না হলেও স্থা’নীয় মসজিদের মুয়াজ্জিন হাফেজ শামসুল হক এ বিয়ে পড়ান। গত ১ সপ্তাহ ধ’রে চলছে তাদের সংসার। গতকাল রোববার সরেজমিন ওই গ্রামের গিয়ে এ বা’ল্যবিয়ের সতত্যা পাওয়া যায়।

জা’না যায়, সখীপুরের কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের প্রবাসী মঞ্জরুল ইসলামের ছেলে পার্কি মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মানিক মিয়ার স’ঙ্গে প্রতিবেশী প্রবাসী বছির উদ্দিনের মেয়ে একই প্রতিষ্ঠানের নবম শ্রেনির ছাত্রী নাজমা আক্তার লিজার প্রেমের স’ম্পর্ক গড়ে ওঠে।প্রে’মের স’ম্পর্ক মেনে নিয়ে,উভ’য় পরিবারের সম্মতিতে এ বিবাহ সম্পন্ন ক’রা হয়।

বরের দাদা আবুল হোসেন বলেন, ‘নাতি প্রেম ক’রেছে, কতদিন আর দূ’রে রাখুম। বিয়ে করিয়ে বাড়ি নিয়ে এসেছি। ’কাকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত এবং ওই সংশ্লি’ষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ্আলম বিষয়টি জা’নেন না বলে দা’বি ক’রেন।এ বিষয়ে উপজে’লা নির্বাহী ক’র্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ‘বিষয়টি জা’না নাই। ঘ’টনা সত্য হলে আ’ইনগত ব্যব’স্থা নেওয়া হবে। ’

Related Articles

Back to top button