দেশজুড়ে

চলে গেলেন আজহারীর নানা গোলাম সারোয়ার সাঈদী

উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের পারিবারিক সূত্রে জা’না যায়, বেশকিছু দিন ঢাকার এপোলো হা’সপাতা’লে লাইফ সাপো’র্টে থাকার পর শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল ক’রেন। মরহুমের জা’নাজার নামাজ আজ শনিবার বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা,

গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। তিনি ছিলেন, আরো অনেক আলেমের আত্মীয়। সুবক্তা ও ওয়ায়েজ। বিগত কয়েক বছরে ইউটিউবে দীনের বিভিন্ন বিষয়ের উপর তার বয়ান ব্যা’পক সাড়া ফেলেছে। তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ীসহ এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button