বড় ভাই নিয়ে স্ট্যাটাস, উক্তি,বাণী,ক্যাপশন-২০২৩

বড় ভাই নিয়ে স্ট্যাটাস

বড় ভাই নিয়ে স্ট্যাটাস: এই পৃথিবীতে মা-বাবার পর বড় ভাইয়ের স্থান। বড় ভাই হচ্ছে বটগাছের মত সব সময় ছোট ভাইকে ছায়া দেয়। বড় ভাই সব সময় ছোট ভাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখে তার বুকের ভেতরে। বাবার পর পরিবারের সবচেয়ে বড় ভাইয়ের উপর সব দায়িত্ব চলে আসে। তেমনি ছোট ভাইয়ের পড়ালেখা ভালবাসা সব দায়িত্ব বড় ভাইয়ের উপর এসে পড়ে। বড় ভাই থাকা মানে ছোট ভাইয়ের হাজারটা ভুল ক্ষমা করে দেওয়া। আজকের এই পোস্টে বড় ভাইকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, উক্তি ও বাণী জানাবো।

 

পৃথিবীতে মা-বাবার পর ভাইয়ের সাথে সব থেকে মধুর সম্পর্ক। যাদের বড় ভাই রয়েছে তারা অনেক সৌভাগ্যবান কারণ ছোট ভাইয়ের ভুল সব ক্ষমা করে দিয়ে দেয় বড় ভাই। বড় ভাই কখনোই ছোট ভাইকে বিপদে পড়তে দেয় না। এ পৃথিবীতে যাদের বড় ভাই রয়েছে তাদের ভালবাসুন কারণ বড় ভাই একমাত্র যিনি বাবার বর সব দায়িত্ব নেয়

 

 

বড় ভাই নিয়ে স্ট্যাটাস, উক্তি,বাণী,ক্যাপশন

 

 

একটি পরিবারে বাবার পরে বিশ্বস্ততা এবং দায়িত্বশীলতার নাম হচ্ছে ভাই। ‌ যার ছায়া অবশ্যই অমূল্য। ‌

 

যার একটি বড় ভাই আছে সে অবশ্যই সৌভাগ্যবান। ‌ বড় ভাইয়ের ছায়ায় নিশ্চিত থাকা যায়।‌

 

একজন বড় ভাই মানে হাজারটা আবদার করার সুযোগ পাওয়া। ‌ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে হলেও বড় ভাই তার ছোট ভাইবোনদের আবদার রক্ষা করে।

 

আমার কাছে আমার ভাই হচ্ছে সুপার হিরোর মত। যে কিনা যেকোনো বিপদে সবার আগে ঢাল হিসেবে সামনে আসে। ‌

 

একটি মেয়ে বড় হওয়ার পর তার ছোট ভাই তার রক্ষক হিসেবে দায়িত্ব নিতে পারে। তখন সেই ছোট ভাইকেও বড় ভাইয়ের মতো মনে হয়। ‌

 

খুনসুটি আর ঝগড়াঝাঁটির সময় যে ভাইকে বিরক্তকর মনে হতো সেই ভাই এখন আমার প্রকৃত বন্ধু।

 

একটি পরিবারের দুটি ভাই যেন একই একই আত্মা চার পায়ে চলা। শুধু মৃত্যু তাদেরকে পৃথক করে।

 

বাবা মাকে না বলা কথাগুলো ভাইকে নিশ্চিন্ত ভাবে বলা যায়। ‌ ভাই হচ্ছে একটি গোপন বক্স। যেখানে সব সুরক্ষিত।

 

ভাই যখন সঙ্গে থাকে তখন মনে হয় যেন বাতাসে উড়ছি আর সাগরে সাঁতরে বেড়াচ্ছি।

 

তুমি যখন একজন বড় ভাই হবে তখনই শুধুমাত্র নিজের দায়িত্ব গুলো সম্পর্কে জানতে পারবে। তখন তোমার কাছে তোমার খুশির চেয়ে তোমার ছোট ভাইবোনদের খুশি বেশি গুরুত্বপূর্ণ মনে হবে।

 

আমার একজন বড় ভাই থাকার কারণে আমি বুঝতে পারি যে আমি তার ছায়ায় বসবাস করি।‌ তার কাছ থেকে অনেক নিয়েছি কিন্তু বিনিময় খুব কমই দিয়েছি।

 

আমার ভাই আমার সবচেয়ে প্রকৃত বন্ধু। তার জায়গা সত্যিই কেউ দখল করতে পারবে না। ‌

 

আমি যত বড় হয়েছি তত বুঝতে পেরেছি আমার ভাই আমার শৈশবকে সবচেয়ে সুন্দর করে তুলেছিল।‌

 

বড় ভাই আমাদের প্রথম বন্ধু এবং দ্বিতীয় বাবা।

 

আমার বড় ভাই আমার ‘রোল মডেল’।

 

আমি ঘৃণা করি যে আমি প্রতিদিন আমার বড় ভাইকে দেখতে পাই না।

 

বড় হৃদয়ে বড় কষ্ট, সেই আমার বড় ভাই।

 

আমার রক্ষক এবং আমার মার্গদর্শক এক হয়ে গেছে – আমার বড় ভাই।

 

আমি আমার বড় ভাইকে কিছু বোকা কাজ করতে দেব না… একা 😛

 

আমার বড় ভাই নিখুঁত নয় (অবশ্যই, কারণ আমি নিখুঁত :P), কিন্তু আমি নিঃসন্দেহ আমার বড় ভাইকে অনেক ভালবাসি!

 

আমাকে কেউ পথ দেখায় নি তুমি ছাড়া, তোমাকে ভালোবাসি বড় ভাই!

 

বড় ভাই সবসময় দেখছে।

 

প্রিয় বড় ভাই, আমি আপনার সাথে শক্তিশালী এবং নিরাপদ বোধ করি। এমনকি সবচেয়ে বড় পাথর, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দুই ভাইকে ছিটকে দিতে পারে না। আমি তোমাকে ভালোবাসি…

 

আপনি একটি বই পড়ার চেয়ে ‘বড় ভাইয়কে’ দেখে জীবন সম্পর্কে বেশি শিখেন।

 

চার বড় ভাই থাকার সবচেয়ে ভাল জিনিস হল আপনার কাছে সবসময় কিছু করার জন্য কেউ থাকে 😛

 

প্রিয় বড় ভাই, আপনার ছোট বোনকে অনেক বড় পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ যা তাকে জীবনের বড় লক্ষ্যগুলির দিকে ছোট পদক্ষেপ নিতে সাহায্য করেছে।

 

আমি ভাগ্যবান ব্যক্তি কারণ আমার কাছে বিশ্বের সবচেয়ে সুন্দরতম বড় ভাই আছে।

 

আমার বড় ভাই আমার শ্রেষ্ঠ অভিভাবক।

 

 

বড় ভাইকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

 

পৃথিবীতে বাবার পরেই ভাইয়ের স্থান।

 

একজন বোন যতই সুন্দর হোক না, কেন তার ভাইয়ের কাছে সে পেত্নী থাকে।

 

বড় ভাই মানে নতুন একটা পৃথিবীর মতো, যে পৃথিবীতে আনন্দে পরিপূর্ণ।

 

আপনাকে যে যতই আদর স্নেহ করুক না কেন, বড় ভাইয়ের মত আদরের সঙ্গে কেউ করতে পারবে না।

 

বড় ভাই এমন একজন মানুষ। যে সব সময় তার পরিবারকে আগলে রাখে।

 

আমার বড় ভাই আমার কাছে সুপার হিরো।

 

বড় ভাই আমার কাছে স্বপ্নের মত। সে সব সময় আমার সাথে ছায়া হয়ে থাকে।

 

পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হল ভাই ও বোনের সম্পর্ক।

 

 

বড় ভাইকে নিয়ে কিছু কথা:

 

একটি ছোট ভাই বা বোনের কাছে সর্বদা একটি বড় ভাই হিরোর মতো থাকে।

 

হয়তো বেশিরভাগে ছোটবেলায় আপনারা বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকতেন। আপনাদের মধ্যে থেকে বেশির ভাগেই ছোটরা তাদের বড় ভাইয়ের থেকে ভালো ভালো গুন্ গ্রহণ করার চেষ্টা করতেন।

 

যদিও অনেক সময় হয়তো আপনারা মারামারি করে ফেলতেন কিন্তু আবার এক হতে বেশি সময় লাগতো না, তাই না?

 

সত্যি ছোট বেলায় একটি বড় ভাই – ছোট ভাইয়ের সম্পর্ক কিং বা একটি বড় ভাই – ছোট বোনের সম্পর্ক দারুন হয়।

 

কিন্তু সময় তো থেমে থাকে না। সংসার বড় হয়, বিভিন্ন দায়িত্ব ঘাড়ে চাপে, তখন যেন এই সম্পর্ক গুলি কোথায় ফেকাসে হতে শুরু করে…

 

সবাই নিজের দাবি শুরু করে।

 

আর এই দাবি-দাবার মাঝে আপনার আসল ভাতৃত্ব ভালোবাসাটি কোথাও হারিয়ে যাচ্ছে না তো?

 

জীবন অনেক ছোট। এমন কিছু জিনিস ফেলে রাখবেন না যাতে আপনার চিরকালের আক্ষেপ রোয়ে যায়। যত পারবেন সবার সঙ্গে ভালো ভাবে মিশবেন আর এইটাই তো আমাদের মানব জীবন।

 

হ্যাঁ মানছি, বাস্তব জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যার জন্যে সম্পর্কের সুতোটা সবসময় এক থাকে না।

 

কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আপনি জীবনের যে পর্যায়েই থাকুন না কেন, সদৈব আপনার বড় ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক চালিয়ে যাবেন।

 

আমার তরফ থেকে আপনাদের উভয়কেই শুভেচ্ছা রইলো। আপনাদের একটি সুখদ ভাতৃত্বময় জীবনের আশায় রইলো । সদা হাস্তে থাকুন এবং সদা আপনার বড় ভাই আপনার পাশে যেন দাঁড়িয়ে থাকুক!

 

শেষ কথা
তো আশা করছি এই বড় ভাই কে নিয়ে স্ট্যাটাস এবং কথা গুলি ভালো লেগেছে। যদি এই পোস্টটি আপনার একটুও ভালো এবং প্রেরোনামক লেগে থাকে তাহলে আপনার ফেইসবুক, ইন্সটা বা হোয়াটস্যাপ এ শেয়ার করতে পারেন। আমার অনুরোধ রহিল আপনাকে 🙂 ধন্যবাদ!