১২ টাকা কেজিতে তুরস্ক থেকে আসছে কয়েক হাজার মেট্রিক টন পেঁয়াজ

দেশের বাজারে পেঁয়াজে’র অস্থির প’রিস্থিতিতে তুরস্ক থেকে প্রতি কেজি ১ লিরা বা ১২ টাকা দরে কয়েক হাজার মেট্টিক টন পেঁয়াজ দেশে আ’সছে।জা’না গেছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক,

মিশর ও মিয়ানমা’র থেকে প্রায় সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আ’সছে। এসব পেঁয়াজ বাজারে আ’সলে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জা’নিয়েছেন আমদানিকারকরা। এদিকে ভারত পেঁয়াজ রফতানিতে নি’ষেধাজ্ঞা দেয়ার পরই খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজে’র দর কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে যায়।

এ প্রস’ঙ্গে জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান জা’নান, সংক’টের জন্য নয় বরং বন্দর কে’ন্দ্রিক ৫০ আমদানিকারকদের সিন্ডিকে’টের কারণেই বেড়েছে পেঁয়াজে’র দাম। গেল তিন মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে ১ হাজার ৮২ মেট্রিক টন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমুদ্র বন্দর দিয়ে চীন,

তুরস্ক এবং মিশর থেকে আমদানি করা সাড়ে ৫৭ হাজার মেট্রিক টন পেঁয়াজ আ’সছে বলে জা’নিয়েছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল। এসব পেঁয়াজ বাজারে আ’সলে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জা’নালেন আমদানিকারকরা।

এদিকে ভারত থেকে পেঁয়াজ রফতানি ব’ন্ধের খবরে খাতুনগঞ্জসহ বিভিন্ন স্থানে হ’ঠাৎ করেই বেড়ে যায় সব ধ’রণের পেঁয়াজে’র দাম। গত ১৬ সেপ্টেম্বর থেকে পেঁয়াজে’র বাজার নি’য়ন্ত্রণে অ’ভিযান পরিচালনা শুরু করেছে ভোক্তা অধিকার অধিদফতর।-ডেইলি বাংলাদেশ