হেলপারের অ’ণ্ডকো’ষ ফা’টালো ট্রাফিক সার্জেন্ট

গাজীপুরের টঙ্গীতে এক ট্রাফিক সার্জেন্টের লা’ঠির আঘা’তে বাসের হেলপারের অ’ণ্ডকোষ ফা’টিয়ে দেয়ার অ’ফিযো’গ উঠেছে। মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘ’টনা ঘ’টে।
প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জা’নায়,ঢাকা – জামালপুর চলাচলকারী রাজিব পরিবহনের একটি বাস যাত্রী নামনোর জন্য মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ডে থামে। পরে সেখানে দ্বায়িত্বরত ট্রা’ফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মি’লন বাসের দরজায় দাড়িয়ে থাকা হেলপারকে তার হাতে থাকা লা’ঠি দিয়ে আঘা’ত করলে সেটি হেলপারের অ’ণ্ডকো’ষে লাগে।
এতে স’ঙ্গে স’ঙ্গে তার র’ক্তক্ষ’ণ শুরু হয়। এ সময় স্থা’নীয় জনতা যানচলাচল ব’ন্ধ ক’রে দেয় । খবর পেয়ে পু’লিশ এসে প’রিস্থিতি নি’য়ন্ত্রণে আনে। পরে টঙ্গীর হোসেন মা’র্কে’টে ইম্পেরিয়াল জেনারেল হা’সপাতা’লে আহ’ত হেলপার রুবায়েত (৪৫) কে প্রাথমিক চিকিৎ’সা দেয়া হয়।
টঙ্গীর ট্রাফিক ইন্সপেকশন (টিআই) তরিকুল ইসলাম জা’নান,” হেলপারকে মা’র’তে গেলে অসা’বধানা বসত তার অ’ণ্ডকো’ষে লে’গে যায়। পরে প্রাথমিক চিকিৎ’সা শেষে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। আরোও পড়ুনঃ ঘরোয়াভাবে দূর করুন বগলের কালচেভাব—-আমাদের শ’রীরে বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম গজায়।
এসব জায়গায় লোম ফেলে দেয়ার পর কালো দাগের সৃষ্টি হয় ফলে আমাদের অস্বস্থিতে পড়তে হয়। সাধারণত বগলের নীচের কালো দাগটাই বেশি বিব্রতকর। প্রাকৃতিক উপাদান দিয়ে দূ’র ক’রা যায় বগলের কালচেভাব।লেবুর রস: লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা ত্বকের বিবর্ণভাব দূ’র ক’রতে সাহায্য ক’রে।
গোসলের সময় আক্রা’ন্তস্থানে দুতিন মিনিট ধ’রে লেবু ঘষুন। গোসলের পরে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন, সাত থেকে ১০ দিনের মধ্যেই ফলাফল চোখে পড়বে। আলুর রস: আলুও খুব ভালো প্রাকৃতিক ব্লিচ এবং ‘অ্যান্টি-ইরিটেন্ট’ বা প্রদাহ-হীন যা বাহুমূলের নিচের রং হালকা ক’রতে এবং জ্বা’লাভাব থেকে তা’ৎক্ষণি’ক আরাম দিতে সাহায্য ক’রে।
আক্রা’ন্ত স্থানে পাতলা ক’রে কাটা আলুর টুক’রা বা রস ১০ থেকে ১৫ মিনিট লা’গিয়ে রাখু’ন। ভালো ফলাফলের জন্য দিনে দুবার ব্যবহার করুন। অ্যাপল সাইডার ভিনিগার: এতে আছে মৃদু অ্যাসিড যা ত্বকের মৃ’ত কোষ এবং ফাঙ্গাস দূ’র ক’রে। দুই টেবিল-চামচ ভিনিগার ও বেইকিং সোডা মি’শি’য়ে আক্রা’ন্ত স্থানে লা’গান।
১০ মিনিট পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিনবার ব্যবহার করুন। জলপাইয়ের তেল: এক টেবিল-চামচ জলপাইয়ের তেল ও বাদামি চিনি মি’শি’য়ে তা দিয়ে দুএক মিনিট স্ক্রাব করুন। পাঁচ মিনিট অপেক্ষা ক’রে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন। ভালো ফলাফল পাওয়া যাবে।
অ্যালোভেরা: বাজারে কিনতে পাওয়া যায় বা তাজা অ্যালো ভেরা নিয়ে আক্রা’ন্ত স্থানে লা’গান। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটা প্রাকৃতিক এক্সফলিয়েটর যা মৃ’ত কোষ দূ’র ক’রে। এর ব্যাকটেরিয়া-রো’ধী উপাদান ত্বক কোম’ল ও মসৃণ ক’রে।