সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের জন্য ভারতের নায়িকা শ্রাবন্তী বরাবরে চিঠি লিখিছেন বগুড়ার শিবগঞ্জ উপজে’লার রা’য় হান চৌধুরে।
আজ রবিবার (২২ নভেম্বর) তার ফেসবুক আইডি রা’য় হান চৌধুরী থেকে এ চিঠি লি’খেছেন। তার সামাজিক মাধ্যম ফেসবুকে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরে বিয়ের জন্য চিঠি লেখেন। যাহা পাঠকের জন্য হুবহু তুলে ধ’রা হলো। বরাবর, প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি বিষয়ঃ- আপনাকে বিবাহ ক’রার জন্য আবেদন। জনাবা, সবিনয় নিবেদন এই যে,
আমি আপনাকে বিবাহ ক’রার জন্য একজন আগ্রহী বর। আমি গত ১০ বছর ধ’রে আপনাকে পছন্দ ক’রে আসতেছি। আপনাকে কোন রকম বির’ক্ত না ক’রেই বুঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিবাহ ক’রতে চাই। ভালবাসা নামক অভিনয়ে আমি কোন রকম ধোঁকাবাজি ক’রতে আগ্রহী নই। তাই আপনার নিকট দরখাস্ত লিখতে বাধ্য হলাম।
এই অগ্রহায়ণের হাল্কা শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই। বিশ্বা’স ক’রেন, লবণ ছাড়া যেমন তরকারির মজা নেই তেমনি আপনাকে না পেলে আমা’র জীবনের মূল্য নেই। আপনি আমা’র বিষয়টা খতিয়ে দেখবেন বলে আমি আশা করছি। তবে এই বিষয়টাও আপনাকে অবহিত ক’রা প্রয়োজন যে,
আমি আপনাকে সারাজীবন অনেক সুখেই রাখার চেষ্টা করবো, আর বিয়েতে কোন ধ’রনের যৌতুক নেওয়া থেকে বিরত থাকিবো। অতএব, এমতাবস্থায় আপনার দৃষ্টি আক’র্ষণ করছি যে আমা’র জন্য এই মূল্যবান উপকারটুকু ক’রে আমাকে চিরদিনের জন্য আপনার জামাই ক’রে স্মরণীয় ক’রে রাখতে আগ্রহী হবেন। আমা’র আকুল আবেদন, আমাকে আপনার, চতুর্থ জামাই, হিসেবে গ্রহণ করবেন।