বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূ’র্ণিঝ’ড় ‘নিভার’

ধে’য়ে আ’সছে ঘূ’র্ণিঝড় ‘নিভার’। ঘূ’র্ণিঝড়টি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে তামি’লনাড়ু ও পুদুচেরির দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া দফতর সূত্রের বরাতে সোমবার (২৩ নভেম্বর) আনন্দবাজার এ তথ্য জা’নিয়েছে।

খবরে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গ’ভীর নি’ম্নচা’পটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূ’র্ণিঝড়ে প’রিণত হয়ে তামি’লনাড়ু-পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্র’ভাবে আজ সোমবার থেকেই দক্ষিণ ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে বৃষ্টি শুরু হবে। তামি’লনাড়ু ও পুদুচেরিতে আগামীকাল মঙ্গলবার ও পর দিন বুধবার ভারী বৃষ্টি হবে।

অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে, রা’য় লসীমা এবং তেলেঙ্গানায় বৃষ্টি হবে বুধ ও বৃহস্পতিবার। তামি’লনাড়ুর আবহাওয়া দফতর সূত্রের বরাতে খবরে বলা হয়, গ’ভীর নি’ম্নচা’পটি চেন্নাইয়ের দক্ষিণে ৭৪০ কিলোমিটার দূ’রে অব’স্থান করছে। আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

আগামী বুধবার জে’লেদের সমুদ্রে যেতে নি’ষেধ ক’রা হয়েছে। তামি’লনাড়ুর কাড্ডালোর এবং চিদম্বরম জে’লায় ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মো’কাবেলা বা’হিনীর ছয়টি ইউনিট মোতায়েন ক’রা হয়েছে। পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশেও ঘূ’র্ণিঝড়ের মো’কাবেলায় প্র’স্তুতি শুরু হয়েছে।