প্রেম করে বিয়ের ১৬ দিনের মাথায় স্বামীর ২য় বিয়ে!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজে’লার চাঁদবা গ্রামের মেয়ে স্বর্ণালী। তিন মাস পূর্বে একই উপজে’লার পাশ্ববর্তী গ্রাম আজমতনগরের আব্দুল মালেকের ছেলে সোহান প্রেমের ফাঁ’দে ফেলে বিয়ে ক’রে স্বর্ণালীকে।

বিয়ের ১৬ দিনের মাথায় একই উপজে’লার কাঠালিয়া সুন্দরপুর গ্রামের নড়ু মিয়ার মেয়েকে ২য় বিয়ে ক’রে সোহান। তার পর থেকে স্বর্ণালীর উপর যৌ’তুকে’র দা’বিতে বিভিন্ন সময় নি-র্যা-তন ক’রে আসছিল সোহান ও তার পরিবার। গত ৫ অক্টোবর সকালে স্বর্ণালীকে তার স্বা’মী সোহান ও পরিবারের লোকজন নি-র্যা-তন ক’রে হ’ত্যার পর,

মুখে বি-ষ ঢেলে হা’সপাতা’লে রেখে পা’লিয়ে যায়। পরে স্বর্ণালীর পরিবারের লোকজন লোকমুখে জানতে পেরে হা’সপাতা’লে গিয়ে মৃ’ত অব’স্থায় দে’খতে পায়। এ ঘ’টনায় নি-র্যা-তন ক’রে হ’ত্যার অ-ভি-যোগ এনে ঝিনাইদহ বিজ্ঞ নারী ও শি’শু নি-র্যা-তন দমন ট্রাইব্যুনাল আ’দা’লতে মাম-লা ক’রেন স্বর্ণালীর পিতা তরিকুল ইসলাম।

যার মা’ম’লা নং ২৬২/২০। তারিখ ১৩ অক্টোবর ২০২০ইং। এ ব্যাপারে প্রতিবেশী লিমা খাতুন নামের এক মহিলা বলেন, স্বর্ণালীর ম’রদে’হের ভিভিন্ন স্থান যেমন মুখে ও বাম হাতে সিগারেটের আ’গুনের ছ্যাকা দিয়া দাগ দে’খতে পেয়েছেন। তাছাড়া তিনি হা’সপাতা’লে গিয়ে মুখে বিষ দে’খতে পান। কিন্তু জানতে পারেন তার ওয়াশ ক’রার সময়,

কোন বিষ বের হয়নি এবং সেসময় তার মৃ’ত্যু হয়। তাই তারা এই মৃ’ত্যুর সঠিক তদ’ন্ত ক’রে বি’চার দা’বি ক’রেন। এ ঘ’টনায় স্থা’নীয় নুরুল ইসলাম নামে এক ব্য’ক্তি বলেন, তিন মাস আগে প্রেমের ফাঁ’দে ফেলে স্বর্ণালীকে বিয়ে ক’রার ১৬ দিনের মাথায় সোহান ২য় আরেকটি মেয়েকে বিয়ে ক’রে। তারপর থেকে ওই পরিবারে অশান্তি সৃষ্টি হয়।

এক পর্যায়ে সে জানতে পারেন এই সোহান বিভিন্ন মেয়েকে প্রেমের ‘ফাঁ’দে ফেলে প্রতারিত ক’রে আ’সছে। তাই এ ঘ’টনার দৃ’ষ্টা’ন্তমূলক বি’চার দা’বি করছি। স্বর্ণালীর পিতা তরিকুল ইসলাম অ’ভিযো’গ ক’রে বলেন, আমা’র মেয়ের মুখের বাম চলে ও বাম হাতে সিগারেটের আ’গুনের স্প’ষ্ট দাগ দে’খতে পেয়েছি।

যার ছবি আমি সং’গ্রহ ক’রে রেখেছি। আমা’র মেয়েকে নিয়ে যে ঘ’টনা ঘ’টিয়েছে সোহান ও তার পরিবার এর সঠিক তদ’ন্ত ক’রে শা’স্তির জো’র দা’বি করছি। এছাড়াও আরো অভি’যোগ ক’রে তিনি বলেন, আমা’র মেয়েকে নিয়ে যে জ’ঘ’ন্য ঘ’টনা ঘ’টিয়েছে তা আর কোন পরিবারে যাতে না ঘ’টে বলে তিনি কেঁ’দে ফেলেন। সুত্রঃ বিডি২৪লাইভ ডট কম।