পানিতে পড়ে শি’শুর মৃ* ত্যু, ছে’লেকে জড়িয়ে ধরে বাবার আর্তনাদ

পানিতে পড়ে মৃ’ত শি’শুর পুত্র লা’শ বুকে জড়িয়ে থেমে থেমে চি’ৎকার দিয়ে কেঁদে উঠছেন বাবা আসমত আলী। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না তাকে। কোনো সান্ত্বনা স্বপ্নভাঙা মায়ের আহাজারি থামাতে পারছে না।

তার চি’ৎকার আর বুকফাঁটা আর্তনাদে আকাশ-বাতাস ভা’রী হয়ে উঠছে। সান্ত্বনা দেয়া মানুষগুলোও নীরবে অশ্রু ফেলছে। কুমিল্লা জে’লার বুড়িচং উপজে’লার বাকশীমূল পূর্বপাড়া মোল্লা বাড়ির মো. আসমত আলীর দ্বিতীয় শি’শু ছে’লে মো. বাইজিদ (২) পুকুরের পানিতে পড়ে মৃ’ত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

পরিবারের সূত্রে জানা যায়, রবিবার (২৯ নভেম্বর ২০২০) দুপুর ১২টার সময় আসমত আলীর বাড়ির পাশে খেলার ছলে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে মা’রা যায়। নি’হতসহ আসমত আলীর দুই ছে’লে দুই মে’য়ে ছিলো। ছে’লের এভাবে চলে যাওয়া কোনো ভাবেই মেনে নিতে পারছেন না মা রেহেনা বেগম।