অনুপ্রেরনা মুলক উক্তি,বাণী ,স্ট্যাটাস,ছন্দ,ক্যাপশন -২০২৩

অনুপ্রেরনা মুলক উক্তি

অনুপ্রেরনা মুলক উক্তিঃজীবনের পথ সর্বদাই মসৃণ হয় না ৷ জীবন মানেই ঘাত প্রতিঘাত ৷ পৃথিবীর বুকে আজ যাঁরা সুপ্রতিষ্ঠিত এবং বিখ্যাত , তাঁদের জীবন তো আরো কঠিন ৷ তাঁরা তাঁদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর জন্য যে পরিশ্রম , ধৈর্য এবং সর্বোপরি যে প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন ৷ সেখান থেকে জীবনের পরতে পরতে যে অভিজ্ঞতালব্ধ করেছেন , তাতেই তাঁরা বুঝে গেছিলেন জীবনের আসল মানে ৷ পরবর্তীতে তাঁরা পৃথিবীর তরুণ সমাজকে অনুপ্রেরণা অথবা জীবনের সাফল্যের দোড়গোড়ায় পৌঁছে দেবার জন্য কতগুলো উক্তি করেছেন ৷ সে সমস্ত প্রতিষ্ঠিত মানুষ ও তাঁদের জীবন বদলে দেবার মতো কিছু বাণীই হল , আমাদের আজকের আলোচনা ৷ এবার চলো , এরকম কিছু বিখ্যাত ও প্রতিষ্ঠিত মানুষের কিছু বাণী বিষয়ে অবগত হবার চেষ্টা করি

 

অনুপ্রেরনা মুলক উক্তি,বাণী ,স্ট্যাটাস,ছন্দ,ক্যাপশন

 

জীবনের কোন কাজে ব্যর্থতা হওয়ার কারণে সেই কাজে হাল ছেড়ে দেওয়া বোকামি। কেননা জীবনে ব্যর্থতা আসবে আবার জয় আসবে। অনেক আছে ব্যর্থতার জন্য সেই কাজে সাহস হারায়। তবে নিজের মধ্যে সাহস জোগানোর জন্য কিছু অনুপ্রেরণামূলক কথা শুনলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। তাই আজকের এই পোস্টে কিছু অনুপ্রেরণামূলক উক্তি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি এই উক্তিগুলো থেকে আপনি অনুপ্রাণিত হতে পারবেন।

 

বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”

– ক্লাইভ জেমস

 

সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”

– নেলসন ম্যান্ডেলা

 

সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”

– ওয়াল্ট ডিজনি

 

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”

– আর্নেস্ট হেমিংওয়ে

 

চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে”

– ড. এপিজে আব্দুল কালাম

 

একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”

– হেনরি জেমস (বিখ্যাত লেখক)

 

 

অনুপ্রেরণা মূলক বাণী

 

এই অংশে আপনাদের জন্য রয়েছে কিছু বাণী। অনুপ্রেরণা সম্পর্কিত এসব বাণী আপনাদের জীবনে চলার পথে কাজে লাগবে। যেকোনো পরিস্থিতিতে আপনি এসব বাণী থেকে সাহস বা চলার শক্তি পেতে পারেন। তাই আপনার লাইফস্টাইলের সাথে সম্পর্কিত এরকম দুটি লাইন এখান থেকে শেয়ার করুন।

তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো,
একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে- তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য

ভেঙ্গে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না,
তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন

তোমার মন অর্থাৎ অন্তরাত্মাই জানে , তুমি কী হতে চাও ৷ তাই নিজের উপর ভরসা রাখার সাহস থাকতে হবে ৷ কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হল , আমরা নিজেদের উপর বিশ্বাস হারাই ৷ তাই অন্যের কথায় সহজে প্রতারিত হই

 

অনুপ্রেরণামূলক ইসলামিক বানী

 

ইসলামিক বাণী পড়তে অনেক পছন্দ করে। ইসলামিক বানী থেকে অনেক জ্ঞান অর্জন করা যায়। এবং সেই অনুযায়ী জীবন যাপন করা যায়। তাই আপনি যদি অনুপ্রেরণামূলক ইসলামিক বাণী খোঁজ করে থাকেন। তাহলে আজকেরে পোস্টে অনুপ্রেরণামূলক ইসলামিক বাণী পেয়ে যাবেন।

ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।

-হযরত আলী (রাঃ)

তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা

– মুসলিম

তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। ”

– ইবনে মাজাহ

আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।”

– সহীহ মুসলিম

যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।

– সহীহ বুখারী

আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। ”

– বুখারী

অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। ”

– তিরমিযী

যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় , সে আল্লাহর পথে বের হয়।

– তিরমিযী

কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপথগামী হবেনা।

– মিশকাত

প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে,যা সে নিয়্যত করেছে।”

– বুখারী

তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই,যাদের আচার আচরণ সবচেয়ে ভালো”

– বুখারী

 

অনুপ্রেরণা মূলক ছন্দ

 

অনুপ্রেরণামূলক ছন্দ। আপনি যদি ভাল দুটি ছন্দ পেতে চান তাহলে আমাদের এখানে লক্ষ্য করুন। অনুপ্রেরণা সম্পর্কিত বিশেষ কিছু ছন্দ এখানে উপস্থাপন করা হয়েছে। এসমস্ত ছন্দ আপনি যেকোন জায়গায় ব্যবহার করতে পারবেন।

বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না”
– ক্লাইভ জেমস

আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন।
-জিগ জিগলার

নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন,
তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না

শেষ কথাঃ
ভালো লাগলে পোস্টটি শেয়ার করতে পারো তোমার সেইসব বন্ধুদের , যারা জীবনে সফল হতে চায় । আর এরকম আরো অনেক আর্টিকেল রয়েছে আমাদের ব্লগ এ , সেগুলি পড়ে দেখতে পারো । আমাদের ফেসবুক পেজে লাইক করে সঙ্গে থেকো । খুব ভালো থেকো , সুস্থ থেকো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *